শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বুলেট ট্রেন চালাবে সউদী নারীরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে বলে জানিয়েছে সউদী রেলওয়ে (এসএআর)। এ সাফল্য উদযাপন করতে টুইটার অ্যাকাউন্টে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী। নববর্ষের দিনে প্রকাশিত ভিডিওতে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, অগ্রগামী এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত। তারাই দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের নারী চালকদের প্রথম ব্যাচ। তারা ট্রেন চালাতে উন্মুখ হয়ে আছেন। এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সউদী আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সউদী রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে সউদীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারীরা। এ ক্ষেত্রে নারীদের গাড়ি চালানোর ক্ষমতা বড় ভূমিকা পালন করেছে। ২০১৮ সালের আগে সউদী নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এতে তাদের চলাফেরা এবং কর্মজীবনের সুযোগ ছিল সীমিত। আল-অ্যারাবিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:৩৩ পিএম says : 0
এমবিএস সৌদি আরবের পুরুষদেরকে নপুংসক করে রেখে দেবে তারা ঘরে রান্নাবান্না করবে আর মেয়েরা বাইরে সব কাজকর্ম করবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন