শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অল্পের জন্য রক্ষা পেলেন ৭ ক্রুসহ ১৫৬ যাত্রী

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এবার বিমানের চাকা ফেটে যাওয়াতে শাহজালাল বিমানবন্দরে জরুরী অবতরণ : ৩ ঘণ্টা সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ থাকায় শত শত যাত্রীর দুর্ভোগ : ঘন ঘন জরুরী অবতরণে যাত্রীদের মধ্যে বিমান নিয়ে আতঙ্ক
স্টাফ রিপোর্টার : অল্পের জন্য রক্ষা পেলেন ৭ ক্রুসহ ১৫৬ জন বিমানযাত্রী। জরুরী অবতরণের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে গতকাল বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট রক্ষা পেয়েছে। বিমানের চাকা ফেটে যাওয়ার কারণে জরুরী অবতরণ করতে হয় এ উড়োজাহাজটিকে। মাসকট থেকে চট্টগ্রামগামী  বিমানের বিজি-১২২ ফ্লাইটটির ১৪৯ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে গতকাল বিমানটি জরুরী অবতরণ করে। তবে যাত্রীসহ সবাই নিরাপদে রয়েছে বলে বিমানের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। অবশ্য যাত্রীরা বলছেন, এখন উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্কের আর এক নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্বের বিখ্যাত উড়োজাহাজ কোম্পানী বোয়িং-এর কাছ থেকে আনা এসব উড়োজাহাজে ভ্রমণ করাটাও বিপজ্জনক বলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, কখনো বিমানের নাট-বোল্ট খুলে যায়, আবার কখনো চাকা ফেটে যায়। উড্ডয়নের পর বিপজ্জনক অবস্থার কথা বুঝতে পেরে গত এক মাসে বিমানের ৪টি ফ্লাইটের জরুরী অবতরণ করতে হয়েছে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মতো ভিভিআইপিদের বহনকারী বিমানের ফ্লাইটেও সমস্যা সৃষ্টির ঘটনায় এখন বিমান যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। সর্বশেষে গতকাল মাসকট থেকে আসা বিমানের ফ্লাইটটি শাহজালাল (রহ.) বিমানবন্দরে জরুরী অবতরণ করে। এ ঘটনায় গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল  ৪ টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিমান চলাচল অস্বাভাবিক ছিল। বিকাল ৪টায় পরিস্থিতি স্বাভাবিক হলেও সিডিউল বিপর্যয়ের কারণে শত শত যাত্রীকে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকা পড়ে থাকতে হয়। এর আগে সকাল ১০টা থেকে প্রায় ৩ ঘণ্টা সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটের  চাকা ফেটে যাওয়াতে জরুরী অবতরণের পরে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওমানের মাসকট থেকে চট্টগ্রামগামী ওই উড়োজাহাজটি ঢাকায় জরুরী অবতরণের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিমানের জনসংযোগ শাখার পরিচালক জিএম শাকিল মেরাজ জানান, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বৃহস্পতিবার প্রথম প্রহরে রওনা হওয়ার পর সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও সামনের দুটো চাকার একটি ফেটে যাওয়ায় পাইলট ঢাকায় জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন।
সকাল ১০টা ৭ মিনিটে বিমানটি শাহজালালে অবতরণ করে। অবতরণের সময় অন্য কোনো উড়োজাহাজ যাতে কিউতে না থাকে, সেজন্য কিছুক্ষণের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।
পরে বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটি বাংলাদেশ সময় ভোররাত ৪টা ৪৮ মিনিটে মাসকাট থেকে উড়াল দেয়ার পর পরই বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, যা সম্ভবত তার ফ্লাইটের হতে পারে। তখন ফ্লাইটের ক্যাপ্টেন নিরাপত্তার স্বার্থ বিবেচনায় নিয়ে চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৭ মিনিটে নিরাপদে অবতরণ করেন।
জরুরী অবতরণের জন্য ঢাকায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ল্যান্ডিংয়ের আগে ফ্লাইটটি রানওয়ের উপর দুই বার লো-লেভেল ফ্লাই করে। তখন দেখা যায়, উড়োজাহাজের পেছনের বামদিকের ২ নম্বর চাকার টায়ারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ বলেন, ফ্লাইটের সব যাত্রী এবং ক্রু সুস্থ ও নিরাপদ আছেন। ওই বিমানটি মেরামতের জন্য হ্যাংগারে রাখা আছে। বিকেলের মধ্যে অন্য আরেকটি বিমানে যাত্রীদের চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরী অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
তার দুই সপ্তাহের মাথায় বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পর সমস্যা ধরা পড়লে ঢাকায় ফিরে আসে।
এদিকে সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরী অবতরণের কারণে প্রায় দুই ঘণ্টা পর দুপুর সোয়া ১২টার দিকে স্বাভাবিক হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানটি জরুরী অবতরণ ও মেরামতের কারণে এ সময় বিমান চলাচল বাধাগ্রস্ত হয়। অন্যদিকে চাকা ফেটে যাওয়া ওই উড়োজাহাজে থাকা চট্টগ্রামের ৬৬ জন যাত্রীকে বিকেলে একটি ফ্লাইটে পৌঁছে দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন