বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিএসইসি সময় বেঁধে দিল দুই মিউচুয়াল ফান্ডের অবসায়নের

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান অবসায়নের নির্দেশ দিয়েছে। এছাড়া আইসিবি পরিচালিত তিনটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরের নির্দেশনা দিয়েছে বিএসইসি। বুধবার এসব মিউচুয়াল ফান্ডের ট্রাস্টিকে এ নির্দেশনা দেয়া হয়। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো সাইফুর রহমান জানান, এইমস ফাস্ট ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টিকে চিঠি মাধ্যমে অবসায়নের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এজন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। একইভাবে আইসিবি পরিচালিত তিনটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকেও ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে রূপান্তর অথবা অবসায়নের নির্দেশনা দেয়া হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। জানা গেছে, এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সকে ১৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে মেয়াদি এ ফান্ডটিকে অবসায়নের নির্দেশনা দেয়া হয়েছে। একই নির্দেশনা দেয়া হয়েছে গ্রামীণ ওয়ান স্কীম ওয়ান মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি গ্রামীণ ফান্ডকেও। এছাড়া আইসিবি প্রথম ও দ্বিতীয় মিউচুয়াল ফান্ড বেমেয়াদিতে রূপান্তরে ইউনিটহোল্ডাররা মতামত জানিয়েছিলেন। এ কারণে আইসিবি প্রথম মিউচুয়াল ফান্ডকে বুধবার থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে বেমেয়াদিতে রূপান্তরের নির্দেশনা দিয়েছে বিএসইসি। আর আইসিবি দ্বিতীয় মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদিতে রূপান্তরে এক মাস ১৪ দিন সময় দেয়া হয়েছে। আর ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে আইসিবি তৃতীয় মিউচুয়াল ফান্ডকে রূপান্তর অথবা অবসায়নে দুই মাস ১৪ দিন সময় বেঁধে দিয়েছে বিএসইসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন