সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

গভীর সমুদ্রে ৮ দিন ভেসে থাকা বোট থেকে ১৫ জেলে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে আট দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে বুধবার জরীপ কাজে নিয়োজিত থাকাকালে ওই জেলেদের উদ্ধার করে। এসময় তাদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট ‘নিশি পদ্মা’ কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে বোটের মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর এ তথ্য জানায়।
‘নিশি পদ্মা’ নামে ফিশিং বোটটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশে গমন করে। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে আট দিন যাবত ভাসমান অবস্থায় বোটটি গভীর সমুদ্রে অবস্থান করছিল। অন্যদিকে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে বুধবার ভাসমান অবস্থায় বোটটির অবস্থান সনাক্ত করে। পরে দ্রæততম সময়ে নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন- উসমান সরোয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩৩), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদারুল ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) এবং সালাউদ্দিন (৩২)। তারা অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন