কর্পোরেট রিপোর্ট : ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ৭৮৯ কোটি ৯৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর শেষে ৪ হাজার ৪৫৫ জন উদ্যোক্তার মাঝে এ ঋণ বিতরণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানাযায়, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন স্কিমে এ ঋণ দেয়া হয়। এর মধ্যে ১০ হাজার হতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতার সংখ্যা ৪ হাজার ৩৭৫ জন বা ৯৮ দশমিক ২০ শতাংশ। এদের মাঝে দেয়া ঋণের পরিমাণ ৫৫৭ কোটি ৪৩ লাখ টাকা। অন্য দিকে ১ কোটি টাকার উপরে ঋণগ্রহীতার সংখ্যা ৮০ জন বা ১ দশমিক ৮০ শতাংশ এবং ঋণের পরিমাণ ২৩২ কোটি ৫৪ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন