রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীতে গরম কাপড় কেনার ধুম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বছরের শুরুতেই রাজধানীসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। কোথাও কোথাও বয়ে যাচ্ছে শৈত প্রবাহ। তার প্রভাবে রাজধানীর বিভিন্ন শপিংমহল থেকে শুরু করে ফুটপাতেও বেড়েছে গরম কাপড় বিক্রির ধুম। গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁও, মালিবাগ, পণ্টন, গুলিস্থান ও মতিঝিলের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায় সাপ্তাহিক ছুটির দিন হলেও তীব্র শীতে গরম কাপড় কেনার ভীড় সবখানেই। বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানে সব শ্রেণির ক্রেতাদের ভিড়। বড় শপিং মলে নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় তুলনামূলক একটু কমদামী কাপড়ের দোকানের দিকে বেশি ঝুঁকছেন সাধারণ ক্রেতারা। শিশু ও বয়স্কদের শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে। এসব কাপড়ের মধ্যে হুডি সোয়েটারের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া মাথার টুপি, ফুলহাতা গরম কাপড়ের গেঞ্জির চাহিদাও রয়েছে চোখে পড়ার মতো।

মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তায় জমে ছিল শীতের কাপড়ের বাজার। ১০০টাকা থেকে শুরু করে ৫০০টাকা পর্যন্ত শীতের নান্ াধরনের কাপড় ক্রয় করছিলেন সাধারন মানুষ।
কাপড় ক্রয় করতে আসেন বুশরা রহমান। তিনি বলেন, গত কয়েকদিন ধরে শীত বেড়ে গেছে তাই বাধ্য হয়ে শীতের কাপড় কিনতে এসেছে। এখানে কমদামে কাপড় পাওয়া যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম পাশের গেটের সামনের হকার ইকবাল ফরহাদ ভ্যানে বিক্রি করছেন হুডি সোয়েটার, ফুলহাতা গেঞ্জি। দাম তিনশ থেকে পাঁচশ টাকা। তিনি বলেন, কয়েক দিন শীত বেশি পড়ায় গরম কাপড়ের চাহিদা বেড়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের শীতের কাপড় বেশি বিক্রি হচ্ছে।

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন রফিক উদ্দিন। বাড়ি কুমিল্লায়। আজ বাড়ি যাবেন তাই শীতের কাপত কিনতে এসেছেন। তিনি বলেন, শীত বেশি পড়ায় এবার গরম কাপড় বেশি লাগছে। তাই এখান থেকে কিনে নিচ্ছি। আর এখানে দামও কম, পছন্দ মতো পাওয়া যায়।
রিকশাচালক আসাদ জানান, এবার শীত বেশি হওয়ায় গাড়ি চালানো যাচ্ছে না। কিন্তু পেটের তাগিদে গাড়ি নিয়ে বের হতে হয়েছে। অন্যান্য দিনের চেয়ে আজ ভাড়া কম। শীতের কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে, তাই রাস্তায় যাত্রী কম।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন