কর্পোরেট রিপোর্ট : দুর্ঘটনায় পতিত একটি ভারতীয় ট্রাক আটকে রাখার প্রতিবাদে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন দেশটির বন্দর ব্যবহারকারীরা। গতকাল সকাল থেকে এখান দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তের দুই পাশে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে ছিল। জানা গেছে, গত ২৬ জুলাই ভারতীয় একটি ট্রাক বেনাপোল বন্দরে পণ্য আনলোড করে ফিরে যাচ্ছিল। এ সময় চেকপোস্ট এলাকায় বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সোনিয়া খাতুন (৬) নামে এক শিশুকে চাপা দেয় ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনায় এলাকার ক্ষুব্ধ লোকজন ও স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে। পরে বন্দর থানা পুলিশ ট্রাকটিকে আটক করে। নিহতের পরিবারের সঙ্গে ও আদালতের নির্দেশ এনে ট্রাকটি ফেরত নেয়ার চেষ্টা করে ভারতীয় কর্তৃপক্ষ। কিন্তু বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি ফেরত না দেয়ায় আমদানি-রফতানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন