শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

দরপতনে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে পণ্যটির মজুদ প্রসঙ্গে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের-ইআইএ এক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে বুধবার নিম্নমুখী হয়ে ওঠে পণ্যটির বাজার। যদিও আগের দিন আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) এ-সংক্রান্ত আরেকটি প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে পণ্যটির দাম ছিল বাড়তির দিকে। এপিআইয়ের প্রতিবেদনে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ হ্রাসের ইঙ্গিত দেয়া হলেও এর বিপরীত তথ্য পাওয়া গেছে ইআইএর প্রতিবেদনে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স)  যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ব্যারেলে ৮১ সেন্ট। এদিন এখানে চুক্তিটির আওতায় পণ্যটির সর্বশেষ বিক্রয়মূল্য দাঁড়ায় প্রতি ব্যারেল ৫২ ডলার ৪৯ সেন্টে। দিনব্যাপী লেনদেনে পণ্যটির মোট দরপতনের হার ১ দশমিক ৫ শতাংশ। এর আগে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজার। অন্যদিকে লন্ডনের ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আদর্শ ব্রেন্ট অয়েলের দাম কমেছে ব্যারেল ৮৯ সেন্ট। পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৫৪ ডলার ৪৬ সেন্টে। সব মিলিয়ে এদিন চুক্তিটির আওতায় পণ্যটির মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৬ শতাংশে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন