বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

তুরস্কের কাছে ৬ মাস সময় চায় সুইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ন্যাটো সদস্যপদের জন্য তুরস্কের দেওয়া শর্ত পূরণে ছয় মাস সময় চেয়েছে সুইডেন। শনিবার তুরস্কের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। ওই কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ন্যাটোতে নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিতে আঙ্কারার দেওয়া শর্ত পূরণ করতে পারে এমন আইন প্রণয়নের জন্য তুরস্কের কাছে আরও সময় চেয়েছে স্টকহোম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন। তিনি বলেন, আঙ্কারার দাবি পূরণে স্টকহোমকে আরও পদক্ষেপ নিতে হবে। সামনে তুরস্কের নির্বাচন থাকায় দ্রæত এ বিষয়টির একটি মীমাংসা হওয়া উচিত। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুইডেনের সাংবিধানিক সংশোধনী ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। কিন্তু সংশোধনী অনুযায়ী সংশ্লিষ্ট আইনে আরও পরিবর্তন আসতে কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত তাদের সময় লাগতে পারে। ইব্রাহিম কালিন বলেন, সুইডেনকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে খুব সুনির্দিষ্ট বার্তা পাঠাতে হবে যে, এ গোষ্ঠীগুলোর জন্য দেশটি আর কোনও নিরাপদ আশ্রয়স্থল নয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদান করতে চাইছে সুইডেন। গত বছর এ সংক্রান্ত একটি আবেদন করে তারা। তবে এক্ষেত্রে আপত্তি জানায় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। আঙ্কারার দাবি, এই জোটে যোগদানের আগে সুইডেনকে অবশ্যই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তুরস্কে এই সংগঠনটি নিষিদ্ধ। ২০২২ সালে তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সুইডেন ও ফিনল্যান্ড। এর আওতায় দেশ দুটির ন্যাটোতে যোগদানে আপত্তি প্রত্যাহারে সম্মত হয় আঙ্কারা। মিযল ইস্ট আই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন