শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

হোমলেস ও অভাবী মানুষের মাঝে ব্লাঙ্কেট ও গরম খাবার বিতরণ

আনজুমানে আল ইসলাহ ইউকে লন্ডন ডিভিশন এর উদ্যোগে

লন্ডন থেকে ফরিদ আহমদ চৌধুরী : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আনজুমানে আল ইসলাহ ইউকের দেশব্যাপী হোমলেস ও গরীব মানুষের মাঝে ব্লাঙ্কেট ও গরম খাবার বিতরণ কর্মসুচির অংশ হিসেবে সংগঠনের গ্রেটার লন্ডন ডিভিশন উদ্যোগে রোববার ১৫ জানুয়ারি নিউহাম ও টাওয়ার হ্যামলেটস এলাকায় শতাধিক হোমলেস ও অভাবী মানুষের মাঝে ব্লান্কিট ও গরম খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)›র ১৫তম ইন্তেকাল বার্ষিকীতে তার ঈসালে ছাওয়াব এর উদ্দেশ্যে নেয়া এই কর্মসূচিতে সেন্ট্রাল, ডিভিশন ও ব্রান্চের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, এডুকেশন ও ট্রেনিং সেক্রেটারি মাওলানা আব্দুল কাহহার, লন্ডন ডিভিশন এর সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, কেন্দ্রীয় সদস্য হাফিজ মাওলানা আনহার আহমদ, লন্ডন ডিভিশন এর সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি সদরুল ইসলাম, ট্রেজারার নজরুল ইসলাম গজনবী, নির্বাহী সদস্য মাওলানা মোঃ আবু বকর, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সেক্রেটারি ক্বারি আব্দুল মুহিত, নিউহামের দেলওয়ার হোসাইন,নর্থ ইস্ট ব্রান্চের সেক্রেটারি জিয়াউল ইসলাম গজনবী, কেমড্যান শাখার সদস্য দেলোয়ার হোসাইন, হিউম্যানিটারিয়ান ও সেভিং লাইভস ট্রাস্ট এর চেয়ারম্যান আশিকুর রহমান, সেক্রেটারি মানিকুর রহমান, ওয়েস্টহাম লেবার পার্টির চেয়ার জাইন মিয়া, ব্রিকলেন ফিনারেল এর ডাইরেক্টর পারভেজ কোরেশি বিইএম প্রমুখ। সেন্ট্রাল কাউন্সিলের ওয়েলফেয়ার সাব কমিটির সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী বলেন, আজকের এই কর্মসূচি দেশব্যাপী ব্লান্কিট ও গরম খাবার বিতরণ এর কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গ্রেটার লন্ডন ডিভিশন করতৃক খুবই সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শতাধিক হোমলেস ও অভাবী মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন। তিনি বলেন, দেশের বাইরে বিভিন্ন ওয়েলফেয়ার কর্মসুচির পাশাপাশি এই দেশেও লোকাল হোমলেস ও অভাবী মানুষের পাশে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দাঁড়ানো দরকার। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে নিজস্ব একটি ফুড ব্যাংক প্রতিষ্ঠা করা। লন্ডন ডিভিশন এর সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সুন্দর ও সুষ্ঠভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমাদের পরবর্তী কর্মসূচি টাওয়ার হ্যামলেটস ও অন্যান্য বারায় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। লন্ডন ডিভিশন এর সেক্রেটারি সদরুল ইসলাম সকল দাতা, ডিভিশন ও ব্রান্চের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি হিউম্যানিটারিয়ান ও সেভিং লাইভস ট্রাস্ট এর আন্তরিক সহযোগিতার জন্যও বিশেষ ধন্যবাদ জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
hassan ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:১৩ পিএম says : 0
দেশের সরকার হচ্ছে বাড়ির মালিকের মতো বাড়ির মালিকের প্রধান দায়িত্ব হচ্ছে তার পরিবারকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ব্যবস্থা করা আর আমাদের দেশে সরকার আছে কিভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হবে মানুষ হত্যা করে খুন করে গুম করে মিথ্যাকে দিয়ে এবং কিভাবে বড়লোক হওয়া যায় আমাদের ট্যাক্সের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাচ্ছে বছরের পর বছর আমাদের দেশ যদি আল্লাহর আইন দিয়ে চলত তাহলে আমাদের দেশে একটাও গরিব লোক খুজে পাওয়া যেত না
Total Reply(0)
jack ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:১৫ পিএম says : 0
ইংল্যান্ডের হোমলেস হচ্ছে ইচ্ছাকৃত এরা সবাই মাদকে আসক্ত এদেরকে ঘরবাড়ি দেয়া হলো এরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় থাকতে পছন্দ করে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন