শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. এ কে এম মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা সেক্রেটারী ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. এ কে এম মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি সিলেটের ফুলতলী মাহফিলে যোগদান শেষে চাঁদপুর ফেরার পথে গতকাল ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার শরীরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সকলের নিকট দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
গতকাল জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে যান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক, রাজবাড়ি জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবুল ইরশাদ মো. সিরাজুম মুনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা একরামুল হক, প্রিন্সিপাল মাওলানা কাজী আবুল কালাম, প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক আল-আজাদ, প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহ্হার, সুপার মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন