শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৮ দিন ধরে নিখোঁজ বই বিক্রেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাহমুদুল হাসান (২৮) নামে এক বই বিক্রেতা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার আটদিন পেরিয়ে গেলেও তার কোনো হদিস পাওয়া যায়নি।এদিকে মাহমুদুল নিখোঁজ হয়েছেন না কি তাকে কেউ তুলে নিয়ে গেছে সেই বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

নিখোঁজ মাহমুদুলের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর স‚ত্রে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদ্রাসা মার্কেটে মাহমুদুলের একটি বইয়ের দোকান আছে। এছাড়া ফেসবুকে মোল্লার বই ডটকম নামের একটি পেজ চালাতেন তিনি। এই পেজের মাধ্যমে তিনি অনলাইনে বইয়ের অর্ডার নিয়ে গ্রাহকদের কাছে পোঁছে দিতেন। অনলাইনে অর্ডার পেয়ে গত ১০ জানুয়ারি রাতে দোকান থেকে বই নিয়ে বের হয়েছিলেন মাহমুদুল। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মাহমুদুল নিখোঁজ হওয়ার পর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন তার বাবা মাওলানা জাফর আহম্মেদ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও একটি স‚ত্র জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে মাহমুদুলকে এক ব্যক্তি ফোন করে কিছু বইয়ের অর্ডার দেন। নিখোঁজের দিন ওই ব্যক্তির অর্ডার করা বই নিয়ে দোকান থেকে বের হন তিনি। তিনি বই নিয়ে অর্ডার করা জায়গায় পৌঁছেছিলেন কি না সেই তথ্য জানা যায়নি। আপাতত ফোন করা ব্যক্তির পরিচয় ও মোবাইল নম্বর নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। মাহমুদুল নিখোঁজের সঙ্গে সেই ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কি না তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী স‚ত্রে জানা যায়, মাহমুদুলের খোঁজে থানা পুলিশ, র‌্যাব ও ডিএমপির সিটিটিসি এক সঙ্গে মাঠে নেমেছে। তবে তার সন্ধানের বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন