ইনকিলাব ডেস্ক : সিরিয়া সীমান্তে আরো ট্যাংক ও গোলন্দাজ ইউনিট পাঠিয়েছে তুরস্ক। সিরিয়ার আল-বাব শহরে তুর্কি সেনারা যখন আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হিমশিম খাচ্ছে তখন এসব সমরাস্ত্র পাঠানো হলো। তুরস্কের সরকারি আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে বেশ কয়েকটি ট্যাংক, সাঁজোয়া যান ও কামানসহ অন্তত ১০টি গোলন্দাজ ইউনিট মোতায়েন করা হয়েছে। তুরস্কের ওগুযেলি ও কারকামিস এলাকায় এসব সমরাস্ত্র পাঠানো হয়েছে। সিরিয়ার জারাবলুস শহরে যাওয়ার মহাসড়কের পাশে ওই দুটি এলাকা অবস্থিত। গত বুধবার সিরিয়ার আল-বাব দখলের লড়াইয়ে আইএসের হাতে ১৬ তুর্কি সেনা নিহত হয়। সিরিয়ার অনুমতি ছাড়া গত আগস্টে দেশটিতে তুরস্ক সেনা পাঠানোর পর এর আগে একক কোনো সংঘর্ষে এত বেশি তুর্কি সেনা নিহত হয়নি।
এদিকে, তুরস্কের সামরিক সূত্র দাবি করেছে, সংঘর্ষকবলিত শহরটি দখলের কাছাকাছি অবস্থানে রয়েছে তারা। রোববার সেখানে তুমুল সংঘর্ষে ১২ আইএস নিহত হয়েছে বলেও এটি দাবি করেছে। অবশ্য স্বতন্ত্র সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। তুরস্ক যখন সিরিয়ার আল-বাব শহরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে তখন খোদ আঙ্কারার বিরুদ্ধে আইএসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ রয়েছে। আল-বাব শহরে তুর্কি সেনাদের হামলায় উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, আল-বাবে একদিনের তুর্কি গোলার আঘাতে ২১ শিশুসহ প্রায় ৯০ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন