ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। গত শনিবার রাত ৯টায় দুবাইস্থ ড্রিম প্যালেস হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে সংযুক্ত আরব আমিরাত বিএনপির অনুমোদিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। মানুষের বাক স্বাধীনতা নেই। গণতন্ত্রের অভাবে দেশের আইনশৃঙ্খলা অত্যন্ত নাজুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনের মধ্যেই দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক মুক্তি সম্ভব।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি আরব আমিরাত অনুমোদিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার সিনিয়র সহ-সভাপতি এটিএম জাহিদ চৌধুরী, ১ নম্বর সহ-সভাপতি নূরুল আলম (আলম), ১ নম্বর যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলম ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু প্রমুখ।
সম্মেলনে দেশ ও দলের কার্যক্রমকে আরো সফল ও সক্রিয় করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত, করে, সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে আরব আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন