শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ভোটারদের কেন্দ্রে আসতে সরাইলে মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনকে ঘিরে ভোটারদের খুব একটা আগ্রহ ছিল না। এ আসনের সব কটি ভোটকেন্দ্র সারাদিন ছিল ফাঁকা, ভোটার উপস্থিতি ছিল একদমই কম। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা অলস সময় কাটিয়েছেন। এ আসনে উপনির্বাচনে ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে। ভোটের আগ্রহ কম থাকায় বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। ভোটারদেরকে ‘মা-বাবা, ভাই বোন’ ডেকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন প্রার্থীরা। সরাইল উপজেলার দামাউরা গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বিভিন্ন অলিগলিতে এমন অভিনব মাইকিং করা হয়। এতেও ভোটারদের মধ্যেও তেমন একটা আগ্রহ বাড়েনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন