ইনকিলাব ডেস্ক : শুনতে অদ্ভুত হলেও সত্যিই, হিন্দুদের দেবতা হনুমানের বিরুদ্ধে সমন জারি করেছে ভারতে বিহারের একটি আদালত। রোহতাস জেলার গণপূর্ত বিভাগ জানিয়েছে, হনুমানের পূজা হয়, এমন একটি মন্দির সেখানকার ট্রাফিক চলাচলে মারাত্মক বিঘœ ঘটাচ্ছে।
সে কারণে ওই স্থান থেকে ‘পঞ্চমুখী’ মন্দিরটি সরিয়ে নেয়া প্রয়োজন। এমন আবেদনের প্রেক্ষাপটে আদালত সমনজারি করে এবং সনাতন ধর্মানুসারীদের অন্যতম দেবতা হনুমানকে আদালতে হাজির হতে নির্দেশনা দেয়। আদালতের কর্মীরা আদেশটি বুধবার মন্দিরের দেবতা হনুমানের গায়ে সেঁটে দিয়ে যায়।
কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি আদালতের এই সমন প্রত্যাহারের দাবি জানিয়েছে।
উল্লখ্য, চলতি মাসের শুরুর দিকে বিহারেরই সিতামারহি জেলার একজন আইনজীবী আদালতে হিন্দু দেবতা রাম ও তার ভাই লক্ষ্মণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে আদালত ওই ‘মামলা চলবে না’ বলে খারিজ করে দেন। বিচারক একে ‘যুক্তি এবং বাস্তবতার বাইরে’ বলে উল্লেখ করেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন