এজিয়ান সাগরে নৌকা ডুবে চার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটিই শিশু। একজন নারী। এ সময় ৩৯ জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড।
গ্রিক কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এজিয়ান সাগরের দক্ষিণ–পূর্বে লেরোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়।
কোস্টগার্ড একজন নারীর মরদেহ এবং কমপক্ষে ৩৯ জনকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি তুরস্ক থেকে আসছিল।
নৌকা থেকে উদ্ধার তিনটি শিশু হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও জাতীয়তা নিশ্চিত হতে পারে গ্রিক কোস্টগার্ড।
ছোট ছোট নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের পথে যারা পাড়ি দেন তাঁরা মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিবাসী। এই অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশের প্রধান প্রবেশমুখ হলো- স্পেন, ইতালি এবং গ্রিস। বেশির ভাগ অভিবাসন প্রত্যাশী তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন