শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভালোবাসা দিবসে সমকামীদের গণবিয়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৬ এএম

ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোর একটি রাজ্যে গণবিয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রায় এক হাজার কাপল অংশ নিয়েছেন। এসব কাপলের মধ্যে ৩৫ জন জন সমকামী বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ বিষয়ে সদ্য বিবাহিত ২৪ বছর বয়সী সারাই ভার্গাস বলেন, দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ১৪ ফেব্রুয়ারি তারিখে আমাদের সাক্ষাৎ হয়েছিল। ২৭ বছর বয়সী ভার্গাসের জীবনসঙ্গীর নাম ইয়াজমিন অ্যাকোস্তা।

তিন মাস আগে রাজ্য সরকার একই লিঙ্গের মধ্যে বিয়ের অনুমতি দেওয়ায় আমরা খুশি বলেও জানান তিনি।

স্থানীয় প্রশাসনের বরাতে খবরে বলা হয়েছে, প্রায় এক হাজার কাপল এই গণবিয়েতে তাদের জীবনসঙ্গীর সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য মেকআপ সেবা ও হেয়ারড্রেসিং সেবা দেওয়া হয়েছে।

ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে একই লিঙ্গের মধ্যে বিয়ের বিষয়টি এখন বৈধতা দিচ্ছে প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন