শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসির নিবন্ধন পেলো নাজমুল হুদার তৃণমূল বিএনপি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১২ এএম

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি। দলটির প্রতীক হচ্ছে সোনালী আঁশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের চেপ্টার ছয় এ- এর বিধান অনুযায়ী- প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১৬ তলা), পল্টন ঢাকা-১০০০ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য "সোনালী আঁশ" প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং দলটির নিবন্ধন নং-০৪৫।

ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে। এছাড়া বর্তমানে নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। নিবন্ধিত দল ব্যতীত কোনো দল সংসদ নির্বাচনে অংশ নিতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন