সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেডআরএফ’র সহায়তা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০২ পিএম

তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে কয়েকশো কম্বল হস্তান্তর করেন জেডআরএফের কর্মকর্তাবৃন্দ। এসময় জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমান ও জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক চিঠিতে তুরস্কে ভুমিকম্পে নিহতদের জন্য শোকপ্রকাশ এবং আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন ও সমবেদনা জানান।

জেডআরএফ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দা তাজনীন ওয়ারেস সিমকী, অধ্যাপক ড. আবদুল করিম, প্রকৌশলী মাহবুব আলম ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের একজন কর্মকর্তা এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন