রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জেলার পদযাত্রায় যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও দমন-নিপীড়ণ বন্ধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে আগামীকাল সারাদেশে জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি। এই পদযাত্রা সফল করতে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি আহŸান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা পর্যায়ের এই কর্মসূচি সফল করতে স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদেরকে প্রতিটি জেলায় পাঠাচ্ছে বিএনপি। এছাড়া দলের কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দকে নিজ নিজ জেলার পদযাত্রায় অংশগ্রহনের জন্য নির্দেশন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল জেলা, উপজেলা, পৌর, ইউনিয়নসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি ২৫ ফেব্রæয়ারির পদযাত্রা কর্মসূচি সফল করে ১০ দফার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছে দলটি।

কোন জেলায় কে থাকছেন- ঢাকা বিভাগের ৭টি জেলায় পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এর মধ্যে ঢাকা জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জে ড. আব্দুল মঈন খান, গাজীপুরে গয়েশ্বর চন্দ্র রায়, টাঙ্গাইলে ভাইস-চেয়ারম্যান এড. আহমদ আযম খান, মুন্সিগঞ্জে সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ।
কুমিল্লা বিভাগ: কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলায় ভাইস-চেয়ারম্যান বরতক উল্লাহ বুলু, উত্তর জেলায় হাবিব-উন-নবী খান সোহেল, চাঁদপুরে বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামালপুরে ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নেত্রকোণায় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এড. ফজলুর রহমান, ময়মনসিংহ উত্তরে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শেরপুরে সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম উত্তরে ভাই-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে শামসুজ্জামান দুদু, নোয়াখালীতে মো. শাহজাহান, খাগড়াছড়িতে মীর মো. নাসির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ফেনীতে ভিপি জয়নাল, রাঙ্গামাটিতে সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, লক্ষীপুরে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও কক্সবাজারে মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।
বরিশাল বিভাগ: বরগুনায় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল উত্তরে এড. জয়নুল আবেদীন, দক্ষিণে যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুরে সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. মাসুদ আহমেদ তালুকদার, ভোলায় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ঝালকাঠিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রাজশাহী বিভাগ: নওগাঁতে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, পাবনায় প্রফেসর শাহজাহান মিয়া, বগুড়ায় আবদুস সালাম, চাঁপাইনবাবগঞ্জে কর্ণেল (অব.) আব্দুল লতিফ, রাজশাহীতে যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নাটোরে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়পুরহাটে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিরাজগঞ্জে সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক এড. শফিকুল হক মিলন।
রংপুর বিভাগ: ঠাকুরগাঁওয়ে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, রংপুরে হেলালুজ্জামান তালুকদার লালু, দিনাজপুরে ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, গাইবান্ধায় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাটে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রামে কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সৈয়দপুরে গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, ও নীলফামারীতে সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
ফরিদপুর বিভাগ: রাজবাড়ীতে আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, ফরিদপুরে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মাদারীপুরে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া।
খুলনা বিভাগ: মাগুরায় ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যশোরে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন ফারুক, নড়াইলে ড. মামুন আহমেদ, মেহেরপুরে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়ায় গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, খুলনায় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সাতক্ষীরায় প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হীরা, বাগেরহাটে শিক্ষা সম্পাদক প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম, ঝিনাইদহে মানবাধিকার সম্পাদক এড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গায় সহ-মানবাধিকার সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সিলেট বিভাগ: হবিগঞ্জে নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজারে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক, সিলেটে খন্দকার আবদুল মুক্তাদির, সুনামগঞ্জে সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। ###

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন