শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যাংক ঋণসীমা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না। তবে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘœ রাখতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘœ রাখতে এ খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৫ শতাংশের সর্বোচ্চ সীমা কার্যকর হবে না।

এই সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং ঋণের সর্বোচ্চ সীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন