শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজধানী জুড়ে আ.লীগের আজ ‘শান্তি সমাবেশ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে আজ রাজধানী ঢাকায় ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা ৪টি স্থানে শান্তি সমাবেশ করবে। আর ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় ‘শান্তি সমাবেশ’ করবে। এ সব সমাবেশ অংশ গ্রহণ করবেন দলের কেন্দ্রীয় নেতা ও এমপিরা।
ঢাকা উত্তর : বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চারটি স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে শান্তি সমাবেশে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি। এসব সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, মিরপুর ১ নম্বর গোল চত্বর বাস স্ট্যান্ড, খলিল ভবনের সামনে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। প্রধান বক্তা হিসেবে থাকবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
মোহাম্মদপুর টাউন হলের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
এদিকে উত্তরার আজমপুর আমিন কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
এছাড়া মধ্য বাড্ডা ইউলুপের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রতিটি সমাবেশ বিকেল ৩টায় স্ব-স্ব স্থানে অনুষ্ঠিত হবে।
ঢাকা দক্ষিণ :এদিকে ঢাকা দক্ষিণের থানায় থানায় আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানায় শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর) এলাকায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কার্যনিবাহী সদস্য মো. সাঈদ খোকন। ঢাকা- ৬ (ওয়ারী, গেন্ডারিয়া, সুত্রাপুর) এলাকায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা- ৭ (লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশাল) এলাকায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরায়) এলাকায় উপস্থিত থাকবেন বন পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ, খিলগাও) এলাকায় উপস্থিত থাকবেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। ঢাকা-১০ (কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি) এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এবং ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলি) এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. সানজিদা খানম উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন