ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় তালেবান জঙ্গিরা দুটি পৃথক হামলা চালিয়ে অন্তত ৯ পুলিশকে হত্যা করেছে। গত বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। জঙ্গিদের দুটি পৃথক দল প্রায় একই সময় মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকার পুলিশের চেকপয়েন্টে এবং একই অঞ্চলের মিকনি এলাকার একটি সৌরশক্তি চালিত টিউবওয়েলে হামলা চালায়। জঙ্গিদের হামলায় পুলিশ চেকপয়েন্টে ৭ পুলিশ এবং মিকনিতে ২ পুলিশ নিহত হয়। মিকনির ওই পুলিশ দুজন টিউবওয়েলটি পাহারা দিচ্ছিল। ওই অঞ্চলটির প্রশাসনিক কর্মকর্তা নাভিদ আকবর বলেন, স্থানীয় সময় প্রায় রাত ১টায় এই হামলাগুলো চালানো হয়। পেছন থেকে হামলা চালানো হয়। জঙ্গিরা আকস্মিক হামলা চালিয়ে তাদের হত্যা করে। পুলিশরা তাদের মোকাবিলা করার সুযোগ পায়নি। আকবর বলেন, হামলাকারীরা পুলিশের ওই চৌকি ও টিউবওয়েলটি ধ্বংস করে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন