রাজধানীর গুলিস্তানের জাকের সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদকে হত্যাচেষ্টার ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় মার্কেটের ব্যবসায়ী ছাড়াও স্থানীয় অন্যান্য মার্কেটের লোকজন উপস্থিত ছিলেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদও জানানো হয়।
মানবন্ধনে ব্যবসায়ী নেতারা জানান, কাউন্সিলর ও তার লোকজন ম্যাজিস্ট্র্রেটের সামনে প্রকাশ্যে মারধর ও গুরুতর জখম করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামি গ্রেফতারের পাশাপাশি চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, দোকান মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা দাবি করছেন ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল ও তার লোকজন। চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ও মেয়রের কাছে আবেদন জানান তারা। আসন্ন রমজান মাসে সুষ্ঠুভাবে যেন ব্যবসা করতে পারেন মানববন্ধন থেকে সেই দাবিও জানানো হয়।###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন