শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মাথায় সেলাই নিয়ে দলীয় কর্মসূচিতে আ জ ম নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

মাথায় সেলাই নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল রোববার নগরীর ২৩নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তিনি। গত শনিবার সন্ধ্যায় নগরীর কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমেদের শোকসভায় নেতাকর্মীদের হুড়োহুড়িতে দরজার কাঁচ ভেঙে আহত হন তিনি। রাতে তার মাথায় চারটি সেলাই দেয়া হয়। এ দুর্ঘটনার পর পূর্ব নির্ধারিত সম্মেলনে তিনি যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল নেতাকর্মীদের মাঝে। কিন্তু আহত অবস্থায় সম্মেলনে হাজির হয়ে উদ্বোধন করেন তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে বিপুল করতালির মাধ্যমে স্বাগত জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন