ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম। অভিযোগপত্রে নুরুলকে পলাতক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে পুলিশ।
নুরুলের বিরুদ্ধে ২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি। মামলায় নুরুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের ১৪ এপ্রিল নুরুল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রচার করেন। তিনি ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। তিনি ধর্মীয় মূল্যবোধে আঘাত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন