কর্পোরেট রিপোর্ট : হিজাব পরে ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করা যাবে। এর ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সা¤প্রতিক সময়ে এটিএম জালিয়াতির ঘটনা নিয়ে বুধবার তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একটি ব্যাংক হিজাব পরিহিত অবস্থায় এটিএম ব্যবহার ঠিক হবে কিনা সে বিষয়ে দিকনির্দেশনা চায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয়েছে, হিজাব পরে ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন