কর্পোরেট রিপোর্ট : ফ্রান্সের রাজধানী প্যারিসে টেক্সওয়ার্ল্ড নামক প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশের ১২ গার্মেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৫ ফেব্রæয়ারি থেকে শুরু হওয়া ওই প্রদর্শনী শেষ হয়েছে বৃহস্পতিবার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে ওই প্রদর্শনীতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো আদুরি অ্যাপারেলস, অ্যামট্রানেট লিমিটেড, থার্মেক্স ইয়ার্ন ডাইড ফ্যাব্রিক্স, মুন্নু ফ্যাব্রিক্স, সিলকেন সুইং, এএনএস ক্লদিং, ববস অ্যাপারেল, কজিয়ার টাই, ফ্যাবিয়ান ইন্ডাস্ট্রিজ, ফিয়াট ফ্যাশন, মিক সোয়েটার্স। এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট এর পক্ষ থেকে বলা হয়েছে, এবার প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীও বেড়েছে। বাংলাদেশ ছাড়াও এ প্রদর্শনীতে ভিয়েতনাম, চীন, হংকং, তাইওয়ান, কোরিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মরক্কোসহ বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন