কর্পোরেট রিপোর্ট : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের টাকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ৩৬টি জেলায় আজ শনিবার সব ব্যাংক খোলা থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। বন্ধের দিন হওয়ায় ওই দিন ব্যাংকে যে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন, তাদের উপযুক্ত সম্মানী দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে সার্কুলারে।
আগামী ২২ মার্চ ওই ৩৬ জেলার ৭৩৯টি ইউপিতে নির্বাচন হবে। প্রথমে ৭৫২টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৩টি পরিষদে নির্বাচন বাতিল করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন