শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর খেদমত বিশ্বব্যাপী চলছে -আলহাজ হাফিয সাব্বির আহমদ

যুক্তরাজ্যে সাইপ্রাস আল ইসলাহ’র সভাপতিকে সংবর্ধনা

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

লন্ডন সংবাদদাতা : সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেন, আলামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর দ্বীনের খেদমত বিশ্বব্যাপী চলছে। তার মুরিদিন, মুহিব্বিনরা ইউরোপের বিভিন্ন দেশে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে ও সংগঠনের মাধ্যমে এই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ব্রিটেনে সর্বপ্রথম কামিল মাদরাসা গড়ে তুলে ইসলামি রেনেসাঁর যে জাগরণ সৃষ্টি করেছিলেন, এর সুফল সেদেশে অবস্থানরত মুসলমনারা পাচ্ছেন।
তিনি বলেন, ফুলতলী ছাহেব কিবলার দ্বীনি প্রতিষ্ঠানের বদৌলতে ব্রিটেনে অনেক মুসলিম পরিবারে পূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজ করছে।  শিশুরা ধর্মীয় শিক্ষা নিয়ে বড় হচ্ছে। ইসলামি রীতিনীতি সম্পর্কে সচেতন হচ্ছে।
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক আলহাজ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ খালেদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ এ কথাগুলো বলেন।
গত ১ জানুয়ারি রোববার ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকেতে আন্জুমানে আল ইসলাহ সাইপ্রাস শাখার সভাপতি হাফিয রুহুল আমিন যুক্তরাজ্য সফরে গেলে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রধান করেন সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের নেতৃবৃন্দ।
এসময় সাইপ্রাস আল ইসলাহ’র সভাপতি হাফিয রুহুল আমিন অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর মুরিদানদের দ্বারা বিভিন্ন খিদমত পরিচালিত হচ্ছে, যার অনেকটার সাথে আমি জড়িত আছি। তিনি যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখে আনন্দ প্রকাশ করেন এবং সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন আলহাজ সায়্যিদ মোহাম্মদ ইয়াকুবী সাহেবের প্রতিনিধি মোহাম্মদ সাফিক, বিশিষ্ঠ সমাজকর্মী মো. আফতাব, মো. ইশফাক, দ্বীন মুহাম্মদ, গোলাম হাফিয প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন