স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডা এলাকার জিএমবাড়ি সাতারকুল রোড এলাকায় জঙ্গি-সন্ত্রাসী ধরতে অভিযান চালালে ডিবির ইন্সপেক্টর বাহাউদ্দিনকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মাহফুজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী ডিবির (দক্ষিণ) ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, রাত ৮টার দিকে বাড্ডা এলাকার জিএমবাড়ি সাতারকুল এলাকায় আটক এক সন্ত্রাসীকে নিয়ে অভিযান চালাতে গেলে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন