বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে ঘরবাড়ি ভাঙচুর ও লুট নারীসহ আহত ১৫ জন, আটক ১২

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত হয়েছেন ১৫ জন। পুলিশ সন্দেহমূলক  আটক করেছে ১২ জনকে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বানারীপাড়া উপজেলার আলতা গ্রামে। প্রত্যর্ক্ষীরা জানান, ১৫টি  মোটরসাইকেল, মাহেন্দ্র ও ভ্যানযোগে ৩৫-৪০ জনের পার্শ্ববর্তী উজিরপুরের একটি সন্ত্রাসী দল কমান্ডো কায়দায় ঘটনাস্থল এসে সামসুল আলমের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়। কেউ কিছু বুঝার পূর্বেই লুট করে বাড়িটি ভেঙ্গে তছনছ করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয় সন্ত্রাসীরা। এ সময় বাধা দিলে প্রতিপক্ষ কাদের শিকদার ওরফে গনি শিকদারের ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মধ্যযুগীয় হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। এদের মধ্যে ৯ জনকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেনÑ মোতালেব শিকদার (৪৫), সামসুন্নাহার (৪৫), দেলোযারা (৬০), মাসুম শিকদার (৩৫), শাহ আলম (৫৫), শরমিন (১৫), সোহরাব (৪৮) এবং শামসুন্নাহার টুলু। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১২ জনকে আটক এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাহ আলম শিকদার এবং কাদের শিকদার ওরফে গনি শিকদারের মধ্যে ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল ওই বিরোধীয় জমিতে গনি শিকদার জোরপূর্বক কবরস্থান নির্মাণের জন্য গনি শিকদার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই তা-ব চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি জিয়াউল আহসান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন