স্টাফ রিপোর্টার ঃ সরকারকে অপরাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারি ঘনিয়ে আসলে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়ে। গণতন্ত্র হত্যা দিবসে বিএনপিকে সমাবেশ করতে দিলে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসবে। এ কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে তাদের এত ভয়। নির্বাচনী কর্মসূচি করতে চাইলেই আওয়ামী লীগ ভয় পায়। এছাড়া চলমান রাজনৈতিক সঙ্কট সংলাপের মাধ্যমেই সমাধানের কথা বলেন তিনি।
গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে যুব জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘মুক্তি আসে কোন পথেÑ সংগ্রাম ও রাজপথে’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে যুব জাগপা।
সংগঠনের সভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেনÑ জাগপার সহ-সভাপতি অধ্যাপক রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, আবু মোজাফফর মো: আনাছ, কেন্দ্রীয় নেতা আসাদুর রহমান খান, শেখ জামাল উদ্দিন, গোলাম মোস্তফা, যুব জাগপার আরিফুল হক তুহিন, ইব্রাহিম জুয়েল, ঢাকা মহানগরীর খোরশেদ আলম সুমন, নজরুল ইসলাম বাবলু, সাঈদুজ্জামান কবির, ইসহাক মির, আশিকুর রহমান, কাউছার আলম বাদল, মোহাম্মদ হামিম, বুদ্দু শেখ, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল ও ছাত্রনেতা মিনহাজ প্রধান রাব্বি,আব্দুর রহমান ফারুকি ও আবু নাইম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন।
নির্বাচন কমিশন গঠনে বিএনপি রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছে জানিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপি উন্মুক্ত-আলোচনার পথ খুলে দিয়েছে। এই সঙ্কট আলোচনা ও সংলাপের মধ্যে দিয়েই সমাধান করতে হবে। অন্যথায় রাজনীতি উগ্রবাদীদের হাতে চলে যাবে। আর এটা দেশ ও রাজনীতিবিদদের জন্য খারাপ। আওয়ামী লীগকে এর দায়ভার নিতে হবে।
তিনি বলেন, বিএনপি পজেটিভ রাজনীতিতে বিশ্বাস করে, আর আওয়ামী লীগ নেগেটিভ রাজনীতিতে বিশ্বাসী। এ কারণে তারা পজেটিভ রাজনীতিতে ভয় পাচ্ছে। সুতরাং আওয়ামী লীগে যারা গণতন্ত্র ও রাজনীতিতে বিশ্বাস করে তারা খারাপ অবস্থার মধ্যে রয়েছে।
সাংস্কৃতিক দলের সাক্ষাৎ : এদিকে আমির খসরুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ। তার ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাতকালে এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, কেন্দ্রীয় নেতা এম আহমেদ খান, মো: আল আমিন বাদশা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন