শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র নির্মাণে সহায়তা দেবে চীন

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে পরমাণু অস্ত্র নির্মাণে সহায়তা দেবে চীন। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই চীনের এই পদক্ষেপ। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এ খবর জানা যায়। অতি সম্প্রতি ভারত ‘অগ্নি ৫’ নামে একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এরপর চীন যে বসে থাকবে না সেটাই স্বাভাবিক বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর সে উদ্দেশ্যেই পাকিস্তানকে শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে সকল ধরনের সহায়তা করবে চীন। সম্প্রতি আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি ৫-এর চূড়ান্ত পর্যায়ের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। এর পরেই নিজেদের প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সাহায্য করার কথা জানায় চীনা সংবাদ মাধ্যম।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বরাবরই নিজেদের মতামত জানাতে ব্যবহার করে চীন প্রশাসন। কূটনৈতিক বাধ্যবাধকতার জন্য যেসব কথা সরাসরি সরকারিভাবে বলা যায় না, সেসব কথাই সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে প্রকাশ করে চীন। এবারও ভারতকে চাপে রাখতে সেই পথ নিয়েছে বেইজিং। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, ভারত একের পর এক আইসিবিএম-এর পরীক্ষা চালাচ্ছে। তাতে যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনও সমস্যা না থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা চুপ করে বসে থাকব না। পাকিস্তানও যাতে আরও দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, তা নিশ্চিত করবে চীন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
nurul ২৫ জানুয়ারি, ২০১৭, ৯:০৪ এএম says : 1
very good thanks for chin
Total Reply(0)
ASAD AHMED ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০১ এএম says : 0
Thanks
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন