ভাষা শহীদ ও বাংলা ভাষার প্রতি এক শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিশ্বখ্যাত রাকিন ডেভলপমেন্ট (বাংলাদেশ) লিমিটেড তার প্রথম এবং অনন্য অবাসন প্রকল্প বিজয় রাকিন সিটিতে তিন দিনব্যাপী এক ভাষা মেলা ও রবীন্দ্র সঙ্গীতের আসরের আয়োজন করেছে। সম্প্রতি প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাকিন ডেভলপমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এসএকে একরামুজ্জামান, চিফ এক্সিকিউটিভ অফিসার কর্ণেল জহুরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ শাকিল সারওয়ার এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ১৯, ২০, ২১ তারিখ পর্যন্ত চলা এই মেলায় গান গাইবেন, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সারওয়ার, বুলবুল ইসলাম, লিলি ইসলাম, সালমা আকবর এবং সাদি মোহাম্মদ। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন