কর্পোরেট রিপোর্ট ঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৩৬ পয়েন্টে। যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫ দশমিক ৩৩ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও বেড়েছে দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। বর্তমানে খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭ দশমিক ৬৫ পয়েন্টে, আর্থিক প্রতিষ্ঠানের ২২ দশমিক ৫২, প্রকৌশল খাতের ২০ দশমিক ৫০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩১ দশমিক ৬১, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩ দশমিক ৪২, বস্ত্র খাতের ১১ দশমিক ৩৩, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৬৬, পেপার ও প্রকাশনা খাতের ১৬০, ভ্রমণ ও অবকাশ খাতের ১৮ দশমিক ০৮, সেবা ও আবাসন খাতের ২২ দশমিক ৭০, সিমেন্ট খাতের ৩০ দশমিক ৩৮, তথ্যপ্রযুক্তি খাতের ৪১ দশমিক ৫২, চামড়া খাতের ২৮ দশমিক ২২, সিরামিকস খাতের ২২ দশমিক ৯৫, বীমা খাতের ১৭ দশমিক ৮৯, টেলিযোগাযোগ খাতের ১৮ দশমিক ২৮ ও বিবিধ খাতের ৩০ দশমিক ৮৪ পয়েন্ট। উলেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে। গত বছরের মার্চে এ বিষয়ে এনবিআর এ খাতের জন্য বিদ্যমান ভ্যাট, ট্যাক্স ও শুল্ক সুবিধা উল্লেখ করে রাজস্বের বিষয়টিকে গুরুত্ব দেয়। ইতিমধ্যে বিপিপি কর্তৃপক্ষ এ খাতের বিনিয়োগকারীদের কর ভার কমাতে কর সুবিধা দেয়ার জন্য এনবিআরকে অনুরোধ জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন