শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে পানিচুক্তি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে পানি সরবরাহ নিয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বিদ্রোহীদের। ওই এলাকার পানি সরবরাহ ব্যবস্থাপনা ধসে পড়ায় প্রায় ৫৫ লাখ মানুষ পানি সংকটে রয়েছেন। এর আগে বিদ্রোহীরা এমন কোনও চুক্তির কথা নাকচ করে দিলেও গত শুক্রবার দামেস্কের গভর্নর আলা ইব্রাহিম তা নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-ও চুক্তির কথা নিশ্চিত করেছে। ইখবারিয়া টেলিভিশন চ্যানেলকে গভর্নর জানিয়েছেন, প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ব্যবস্থাটি মেরামতের জন্য ইতোমধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত আইন আল-ফিজা নামক স্থানে প্রবেশ করেছেন। আলা ইব্রাহিম বলেন, আমরা আইন আল-ফিজা থেকে সামরিক অভিযান স্থগিত করেছি। আর সেখানে বিদ্রোহীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। তিনি আরও বলেন, আল্লাহর ইচ্ছায় আগামী তিনদিনের মধ্যেই পাইপলাইন মেরামত করা সম্ভব হবে। আগামীকালের মধ্যে দামেস্কে পানি পৌঁছানোর জন্য দ্রুততার সঙ্গে কাজ করা হবে। গত ৩০ ডিসেম্বর রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের অস্ত্রবিরতি চুক্তি হলেও দামেস্কের ১৫ কিলোমিটার উত্তর-পশিমাঞ্চলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন