স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : বিএনপি-জামায়াত জোটের রাজনীতি জন্ডিসে আক্রান্ত উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, রাজনীতি থেকে ছিটকে পড়েছেন খালেদা জিয়া। গণতন্ত্রের পথে না হেঁটে মানুষ হত্যা আর সন্ত্রাস-জঙ্গিবাদ প্রশ্রয়ের জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করে ক্ষমতায় আসার লালসার কারণে আজকে খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনীতির মাঠে একের পর এক ভুল খালেদা জিয়াকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আজকে বিএনপি ও যুদ্ধাপরাধীর দল জামায়াত দেশের উন্নয়ন চোখে দেখে না। যা দেখে সবই তাদের চোখে হলুদ আর ঝাপসা মনে হয়। কারণ বিএনপি ও জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছে। নিজেদের কৃতকর্মের কারণে বিএনপি-জামায়াত কুঁজো হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা সদর দপ্তর। কমিশনার অব কাস্টমস মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, কর অঞ্চল কুমিল্লার কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ, কুমিল্লার জেলা প্রশাসক মো, জাহাংগীর আলম, বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন, কুমিল্লা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কাস্টমসের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান। এছাড়াও বিবিরবাজার স্থলবন্দরের সিএন্ডএফ সভাপতি জামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সিএন্ডএফ সভাপতি আব্বাস উদ্দিন।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে মন্ত্রী শাজাহান খান আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে মিলে খালেদা জিয়া প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। ক্ষমতায় আসার জন্য পেট্রোল বোমা আর আগুনে পুড়ে মানুষ হত্যা করেছে খালেদা জিয়া। এসব অপরাধের জন্য খালেদা জিয়াও বিচারের হাত থেকে রক্ষা পাবে না। গত আট বছরে দেশের অগ্রগতির বিভিন্ন সূচকের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। রপ্তানি খাতে বাংলাদেশ অনেক এগিয়ে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। পৃথিবীর উন্নত দেশের মতো বাংলাদেশও প্রযুক্তির দিক দিয়ে সমানতালে এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে ডিজিটাল ও পেপারলেস কর্মক্ষেত্র হিসেবে তৈরি হবে কাস্টমস। তাতে কাস্টমসে গতি আসবে হয়রানি কমবে ব্যবসায়ীদের। মন্ত্রী দেশের বিভিন্ন স্থলবন্দরে নামে-বেনামে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন