ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অন্যায় দাবি মেনে নেয়া হবে না
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সার্চ কমিটিতে যাদের নাম আছে তারা প্রত্যেকেই সš§ানিত ব্যক্তি। তাই বিএনপি মহাসচিবের সার্চ কমিটি নিয়ে ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল। ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষে গঠতি সার্চ কমিটি নিরেপেক্ষ নয়’-এমন কথা বলা ঠিক হয়নি’ বলে মন্ব্য করেন তিনি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন মোহাম্মদ নাসিম।
সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের এমন কথার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিম-লীর এই সদস্য বলেন, বিচারকরা কোনো দল করেন না। কোনো শিক্ষক কি দল করেন? তারা বিভিন্ন পেশায় আছেন তাদের নিজেদের যোগ্যতা বলে। তারা সবাই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তারা কোনো দিন কোনো বিতর্কিত অবস্থায় ছিলেন না।
মোহাম্মদ নাসিম বলেন, সার্চ কমিটি গঠন হয়েছে। প্রেসিডেন্ট তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে তা করেছেন। যাদের নাম সার্চ কমিটিতে আছে তারা সবাই খ্যাতিমান ব্যক্তি। তারা নির্বাচন কমিশন গঠনের জন্য তিন জন ব্যক্তির নাম ঠিক করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এই সার্চ কমিটি তো নির্বাচন কমিশনার ঠিক করবেন না। তাই সার্চ কমিটি নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করা উচিত ছিল।
এ সময় ভুয়া ক্লিনিক ও ডায়গনস্টিক সম্পর্কে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মালিকরা যতই ধর্মঘট করুক, তাদের কোনো অন্যায় দাবি মেনে নেয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুয়া ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি তারা শতর্ক না হয় তাহলে এগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। যতই ধর্মঘট ডাকুক না কেন, কোনো লাভ হবে না। যদি তারা লাগাতার ধর্মঘট ডাকে তাতে কিছুই যায় আসে না। তাই আমি জনগণকে বলব- আপনারা একটু সহ্য করবেন। কারণ এই সকল মালিকদের একটা শিক্ষা দিতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন