শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ষড়যন্ত্র না ছাড়লে আগামী নির্বাচনে ব্যালটে জবাব পাবে বিএনপি -হানিফ

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি যদি ষড়যন্ত্রের পথ না ছাড়ে, তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে দলটিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
গতকাল শুক্রবার ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিএনপিকে এ হুঁশিয়ার করেন। আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে এ সংবর্ধনা দেয়া হয়।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাসী নয়, কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে তারা পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনারা প্রেসিডেন্টের উপর আস্থা রাখুন। তিনি সবার কাছে আস্থাপূর্ণ নির্বাচন কমিশন গঠন করবেন।
তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। প্রেসিডেন্ট তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই; তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে।
হানিফ বলেন, সার্চ কমিটি গঠনের পর বিএনপি থেকে হতাশ এবং ক্ষুব্ধতা প্রকাশ করেছে। আমরা জানতে চেয়েছিলাম কেন আপনারা হতাশ হয়েছেন? বললেন, এটা আওয়ামী লীগের পছন্দের কমিটি। আমরা তাদের বলছি, সার্চ কমিটি নিয়ে আমরা কোনো নাম দেইনি।  
আওয়ামী লীগের এ নেতা বলেন, প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠন করেছেন এখানে পছন্দ-অপছন্দের কি আছে? সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকটি নামের তালিকা তারা তৈরি করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবেন। প্রেসিডেন্ট তার মধ্য থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।
ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল  হোসেন সাচ্চু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন