প্র:-মুকতাদী যখন ইমামকে লোকমা দিবে তখন কী নিয়্যত করবে এবং তারাবীর নামায ছাড়া অন্যান্য নামাযেও লোকমা দেয়া যাবে কি?
উ:- লোকমা দেয়ার নিয়্যতে সঠিক আয়াতটুকু পড়ে দিবে, কিরাতের নিয়্যতে নয়। এবং সকল নামাযেই লোকমা দেয়া জায়েয। তবে নিয়মানুযায়ী দিতে হবে। যেমনÑইমাম থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকমা দেয়া যাবে না, দুইবার পুনরাবৃত্তি করার পরও ভুল সংশোধন না হলে লোকমা দিতে হবে।
এমনিভাবে ইমামও বার বার একই আয়াত পুনরাবৃত্তি না করে প্রয়োজনীয় পড়া হয়ে থাকলে, রুকুতে চলে যাবেন। আর না হয় অন্য সূরা পড়তে শুরু করবেন।
প্র:- অতিরিক্ত রাগনী করে কিরাত পড়লে নামায হবে কি?
উ:- না, হবে না।
প্র:- কাছাকাছি মাখরাজের যে সকল অক্ষরের মধ্যে উচ্চারণগত তেমন কোন পার্থক্য নেই, সেগুলোর একটার স্থলে অন্যটার উচ্চারণ হয়ে গেলে নামায শুদ্ধ হবে কি?
উ:- জেনে শুনে এরকম করলে নামায শুদ্ধ হবে না। অনিচ্ছাকৃতভাবে কিংবা উচ্চারণের পার্থক্য না জানার কারণে হলে নামায হয়ে যাবে। (আলমগীরী, গায়াতুল আওতার)
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন