শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মির্জা ফখরুলের এফিডেভিট বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন আদালত

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে তাঁর এফিডেভিট করা লিখিত ব্যাখ্যা আজ (মঙ্গলবার) আপিল বিভাগে জমা দিতে হবে। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ দিন ঠিক করেন আদালত। একই সঙ্গে আজ নাশকতার তিন মামলায় ফখরুলের জামিনে বিষয়ে আদেশের দিবেন আদালত। আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা। মির্জা ফখরুলের আইনজীবী সত্যায়িত ছাড়াই ব্যাখ্যা দাখিল করেছিলেন। কিন্তু আদালত বলেন, আপনারা বক্তব্য এফিডেভিট করে জমা দিবেন। পারে আপিল বিভাগ এ দিন ঠিক করে দেন। পরে আইনজীবী সগীর হোসেন বলেন,
মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। এ সময় আদালত বলেন, তাঁর (মির্জা ফখরুল) এফিডেভিট করা লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে। গত ৭ ফেব্রুয়ারি সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতর তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পযন্ত জামিন দেন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। এছাড়াও হাইকোর্টের রুল নিষ্পত্তি করতে বলেন। হাইকোর্ট গত ২৪ নভেম্বর ওই তিন মামলায় রুল নিষ্পত্তি করে মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন। ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। এ আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন