মহাসচিবদের সাথে আজ মির্জা ফখরুলের বৈঠক
স্টাফ রিপোর্টার : গতকাল রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আগে একাধিক সিনিয়র নেতা ইনকিলাবকে জানান, দলের সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচন কমিশন গঠন ও সার্চ কমিটির বিষয়ে আলোচনা হয়। মূলত সার্চ কমিটির কাছে নাম জমা দেয়া না দেয়া কিংবা দিলে কারা কারা থাকবেন, নামের তালিকা তৈরি ইত্যাদি বিষয়েই সিদ্ধান্ত নেয়া হয়। জোট প্রধান দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। অসুস্থ থাকায় ভারতে চিকিৎসাধীন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া অসুস্থতার কারণে এম কে আনোয়ারও অনুপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
মহাসচিবদের সঙ্গে বৈঠক আজ
২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে আজ বিকেলে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যলয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র মতে, সার্চ কমিটি নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এই সাথে জোটের মধ্যে নেতায় নেতায় সৌহার্দ্যতা বাড়ানোতে এই বৈঠক ভূমিকা পালন করে বলে জানান আমিনুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন