শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হজ প্যাকেজ (২০১৭) মন্ত্রিসভায় উঠছে আজ

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্যাকেজ মূল্য সীমিত রাখার দাবি হাজী কল্যাণ পরিষদের
স্টাফ রিপোর্টার : হজ প্যাকেজ (২০১৭) অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে আজ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২৭ হাজার হজযাত্রী হজব্রত পালনের জন্য সউদী আরবে যাওয়ার সুযোগ পাবেন। আগামী ১ ফেব্রুয়ারি জেদ্দায় দ্বিপাক্ষিক হজ চুক্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। প্রস্তাবিত হজ প্যাকেজে এ-ক্যাটাগরির মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি প্রায় তিন লাখ ৮১ হাজার টাকা, আর বি-ক্যাটাগরির মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি তিন লাখ ১৯ হাজার টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের মন্ত্রিসভার বৈঠকেই হজ প্যাকেজের মূল্য চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আবদুল্লাহ আল-নাসের এক বিবৃতিতে হজ প্যাকেজ মূল্য সীমিত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। ২০১৭ সালে হজযাত্রীদের প্যাকেজ মূল্য গত বৎসরের প্যাকেজ মূল্যের চেয়ে বেশি যাতে না করা হয়। তিনি বলেন, হজযাত্রীদের  ট্রলি ব্যাগের মূল্য বৃদ্ধির চক্রান্ত চলছে। হজযাত্রীদের  ট্রলি ব্যাগের মূল্য যাতে করে ১২’শ টাকার ঊর্ধ্বে না হয় এবং ট্রলি ব্যাগ নিজ নিজ হজ এজেন্সিকে সরবরাহ করার অনুমতি দানের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামান করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন