ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে দুর্বৃত্তের গুলিতে নিহত শীর্ষ মুসলিম আইনজীবী ও ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক কো নি’র নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। গত সোমবার দুপুরে রাজধানী ইয়াংগুনে নামাজে জানাযা শেষে শহরতলীর মুসলিম কবরস্থানে আইনজীবী নিকে দাফন করা হয়। এতে ক্ষমতাসীন এনএলডির সিনিয়র নেতৃবৃন্দ, ইমাম, বৌদ্ধ ভিক্ষু এবং ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। ইন্দোনেশিয়া সফর শেষে রোববার বিকালে দেশে ফেরার পর ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ে নাতিকে সঙ্গে নিয়ে গাড়ির জন্য অপেক্ষাকালে কো নিকে গুলি করে হত্যা করা হয়। কাই লিন নামে এক দুর্বৃত্ত নাইন এমএম পিস্তল দিয়ে ৫৩ বছর বয়সী কো নি’র মাথায় গুলি করে হত্যা করে। এ সময় ঘাতককে আটকাতে গিয়ে এক টেক্সি চালকও গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাই লিনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এএফপি, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন