ইনকিলাব ডেস্ক : গরুর গোশত নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিল আইএস। হিট লিস্টে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরও। আইএস-এর পাঠানো হুমকি চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ।
স্বরাষ্ট্র ও প্রশাসনিক দপ্তরে আসা এক বেনামি পোস্টকার্ড ঘিরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের। প্রেরকের নামে আইএস লেখা সেই চিঠিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নাম উল্লেখ করে হুমকির সুরে লেখা রয়েছে ‘যেহেতু আপনারা গরুর গোশত খাওয়ার অনুমতি দিচ্ছেন না, তাই আপনাদের ব্যবস্থা হচ্ছে।’
আইজিপি ভি রেঙ্গনাথান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে সন্ত্রাসদমন শাখা তদন্ত শুরু করেছে। রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে চিঠিটির প্রতিলিপি। পোস্টকার্ডটি স্থানীয় কোনও এলাকা থেকেই পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ। এই হুমকি চিঠির পর রাজ্যে বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও। -সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন