শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দেশে বর্তমান ভোটার ১০ কোটি ১৭ লাখ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও মহিলা ভোটার ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন। গতকাল বুধবার নির্বাচন কমিশনের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকায় এ তথ্য পাওয়া গেছে। হালানাগাদে নতুন ভোটার হিসেবে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন ও মহিলা ভোটার ৫ লাখ ১ হাজার ৫৬১ জন।
এর আগে গত ১ জানুয়ারি হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। এতে নতুন ভোটার হিসেবে ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। যাচাই-বাছাইয়ে প্রায় দেড় লাখের মতো ভোটার বাদ পড়েছে।




 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD Solaiman ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৪৯ এএম says : 0
ভোটার আছে,ভোট দেয়ার অধিকার নাই!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন