শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ট্রাম্পের হুমকি ফাঁকা বুলি : ইরান

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্ছ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রের হুমকিকে অনভিজ্ঞ ট্রাম্প প্রশাসনের অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখবে বলে অঙ্গীকার করেছেন তিনি। আয়াতুল্লাহ আলি খামেনির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ইরান ২০১৫ সালের ছয় জাতির পারমাণবিক চুক্তি অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থিত চুক্তির লঙ্ঘন করেনি। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে বলে ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আলী আকবর বেলায়েতি বলেছেন, এটাই প্রথম নয় যে, একজন অনভিজ্ঞ ব্যক্তি ইরানকে হুমকি দিয়েছে। ইরান এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী শক্তি এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রচুর সক্ষমতা রয়েছে ইরানকে ফাঁকা হুমকি দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরো বেশি সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, ইরান ব্যালাস্টিক মিসাইলের ক্ষমতা পরীক্ষা অব্যাহত রাখবে। নিজেকে রক্ষার জন্য কোনো দেশকে সহায়তার আহ্বান জানাবে না তেহরান। তবে ইরানের এই উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার নাম উল্লেখ করেননি। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ফ্লিন আকস্মিকভাবে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনেন। লোহিত সাগরে মার্কিন সমর্থিত সউদি নৌ-বাহিনীর ওপর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুই দেশের মাঝে এই নতুন উত্তেজনায় পারদ ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় ইরানকে আনুষ্ঠানিক নোটিশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে ভয়ানক চুক্তি করেছে; সেটির ওপর কৃতজ্ঞ থাকা উচিত ইরানের। পার্সটুডে, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মাহফুজ ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০৯ পিএম says : 0
ট্রাম্প তো কত কথাই বলে
Total Reply(0)
৪ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:১৯ পিএম says : 2
ইরান‌ের ভয় ন‌েয় এগ‌িয়ে চল‌ো
Total Reply(0)
৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৫৫ পিএম says : 0
ইরান তুমি এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে আছেন
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন