কর্পোরেট রিপোর্ট : ইলেক্ট্রনিক্যালি ট্যাক্স রিটার্ন দাখিলের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান ‘ডিকে টেকনোলজি’-এটি করেছে। করদাতাদের যেসব ঝঞ্ঝাট পোহাতে হয় তা লাঘব করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে সফটওয়্যারটি। এ পদ্ধতি ব্যবহার করে করদাতারা আইনজীবীদের সহায়তা ছাড়াই ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। সফটওয়্যারটির নাম বিডি ট্যাক্স। িি .িনফঃধী.পড়স.নফ- এই ওয়েব অ্যাড্রেসে সফটওয়্যারটি পাওয়া যাবে। প্রযুক্তিভিত্তিক এ উদ্যোগটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। একই সঙ্গে রিটার্ন দাখিল ব্যবস্থা ডিজিটাল হিসেবে গড়ে তুলতে সরকারকে সহায়তা করাও এর লক্ষ্য। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডিট্যাক্স ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও জুলফিকার আলি বলেন, এতে কোনো আইনি সমস্যা নেই। কেননা এনবিআর ফরমের সঙ্গে সঙ্গতি রেখেই এটা তৈরি করা হয়েছে। তাছাড়া পরামর্শ করা হয়েছে ট্যাক্স আইনজীবীদের সঙ্গে। জুলফিকার আলি বলেন, কাগজভিত্তিক নথিপত্র দাখিল করা সময়সাপেক্ষ। আর এতে সংবেদনশীল ক্লায়েন্ট তথ্য হারিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া বা চুরি যাওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে ডিকে টেকনোলজি দল এ সফটওয়্যারের ধারণা নিয়ে এসেছে যেন অ্যাকাউনটেন্ট বা আইনজীবীর সহায়তা ছাড়াই গুরুত্বপূর্ণ ট্যাক্স সম্পর্কিত তথ্য-উপাত্ত সংরক্ষণ করতে পারে এবং দ্রæত, নির্ঝঞ্ঝাটভাবে রিটার্ন দাখিলে করদাতাদের সহায়তা করা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন